দোষ

সুরঞ্জিত বাড়ই

মেয়ে মানুষের জ্বীনেধরা দোষ থাকে
বিশেষ করে সোমত্ত মেয়েদের
তারা সুন্দরী কিসিমের রঙঢঙ জানা মানুষ

বিউটি ভাবীর কথা মনে পড়ে
মারাত্মক চাহনি ছিলো তার
ঠোঁট বাঁকাইতো কথায় কথায়
মাঝে মধ্যে উদাসীন হইয়া যাইতো

ভর দুপুরে খাঁখাঁ করা মাঠের দিকে চাইয়া থাকতো;
নিশি রাইতে ঘর থেইক্কা বার হইয়া যাইতো

এমনি এক শীতের রাত, ঘন কুয়াশার আড়ালে
সে হারাইয়া গেলো
তাবিজ- কবজ, ঝাড়- ফুক বৃথা হলো সব

কাশেম ভাইয়ের বুকে তখন তুমুল উঠছে ঝড়
সম্পর্কের ডালপালাগুলো ভেঙে যাচ্ছে মড়মড়

কবি পরিচিতি: সুরঞ্জিত বাড়ই। শিল্পসাহিত্যের চারণভূমি ময়মনসিংহের মুক্তাগাছায় ১৯৭৭ সনের ১ নভেম্বর তাঁর জন্ম। শৈশব কৈশোরের দিনগুলো কেটেছে গোবিন্দপুর গ্রামে। আয়মান তীর ঘেঁষা ঐতিহ্যবাহী মুক্তাগাছা শহরে কেটেছে যৌবন। বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর এই কবি বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়োজিত। তাঁর প্রথম কবিতা গ্রন্থ ‘জল মাটির সংলাপ’ প্রকাশিত হয় একুশে বইমেলা ২০১৮-এ এবং ‘ক্রমাগত ভাঙন থেকে’ তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ, যা প্রকাশিত হয় ২০২০ সালে।