মিথ্যে স্বাধীনতা

স্বাধীনতা
তোমার দিকে শতশত দিন চেয়ে আছি
স্বাধীনতা পাবো বলে।

শোষণ থেকে মুক্তি দেবে বলে
তুমি তাজা প্রাণ, তাজা রক্ত চেয়েছো
আমরা দিয়েছি।

তুমি সম্মান দেবে বলে
বোনের ইজ্জৎ নষ্ট করতে চেয়েছো
সেই জঘন্য কাজও তুমি করেছো।

তুমি অভিভাবক হবে বলে
নির্মমভাবে পিতা মাতাকে হত্যা করেছো
হায়েনার মতো ছিঁড়ে খেয়েছো শিশুদের ভবিষ্যৎ।

একটি স্বাধীন জাতিসত্তা দেয়ার কথা বলে
কেড়ে নিয়েছো জাতীয়তাবোধ, মুক্তিযুদ্ধের প্রেরণা
কেড়ে নিয়েছো মানবিকতার দলিল।

স্বাধীনতা তুমি মিথ্যে
মিথ্যে তোমার আশ্বাস, মিথ্যে তোমার প্রতিজ্ঞা
তুমি প্রতারক, তুমি জোচ্চোর
তুমি ধ্বংস করেছো অন্তরে পোষা অমর বিশ্বাস।

স্বাধীনতা তুমি স্বাধীনতার নামে
বিজাতিকে তাড়িয়ে স্বজাতিকে করেছো শোষক
রাষ্ট্রের চেয়ারগুলোয় বসিয়েছো হায়েনা লুটেরা।

এখনো মানুষ অবহেলিত নির্যাতিত
শোষণে শোষণে কঙ্কালসার
বোনেরা ইজ্জৎ হারায়, মা বাবার বুক খালি হয়
তাজা রক্তে লাল হয় সবুজ মাটি।

লোভী নেতা আর সুবিধেখোর আমলারা
তোমার ডান হাত বাম হাত
যারা ব্রিটিশ পাকির চেয়েও নিকৃষ্ট।

স্বাধীনতা তোমার কাছে আর স্বাধীনতা চাই না
নিয়ম বেঁধে দাও, হোক সে চরম কষ্ট যন্ত্রণার
নিয়ম বেঁধে দাও হোক সে শোষণের
নিয়ম বেঁধে দাও হোক সে প্রাণনাশের
তবুও মিথ্যে স্বাধীনতা চাই না।
মিথ্যে স্বাধীনতা চাই না।

গুলজার হোসেন গরিব