তারে চিনিলে কে

রসিক খোঁজে মরুর মাঝে, কোন কাননের ফুল!
কেমন করে শান্ত হবে, প্রেম জোয়ারের দোল!

রসিক কি আর এমন সোজা; না যায় বোঝা মোটে
আঁখিতে নিত্য প্রেম, মত্ত থাকে ত্রিবেণীর ঐ ঘাটে।

ইড়ার সাথে ভাব করে সে, লজ্জাবতী গাছের মত
পিঙ্গলাতে বিরাজ করে, প্রেম সাগরের জোয়ার শত।
নাবিক জানে ঢেউয়ের মানে, কেমন করে ঢেউ হয়
কোন জোয়ারে উতলা সে, কোথায় যে রতি বয়।

সুষুম্নাতে প্রবাহ আসে, সে প্রবাহে সৃষ্টি ভাসে
পাথর ভেঙে ফুল হয়ে যায়, নব মহাজগৎ হাসে।

রসিক খোঁজে ভুল কুঞ্জে; কোথায় নিয়ে যাবে তা!
রসিক থাকে প্রেম পুঞ্জে, প্রেম জোয়ারের দেবতা।

ইসমাইল জুমেল

কবি পরিচিতি: ইসমাইল জুমেল। একজন সৃজনশীল নির্মাতা এবং দুপুরপাগল নামে যিনি নিজের সত্তাকে বের করে আনেন একজন কবি রূপে। ভালোবাসেন মানুষ, মানুষ আর মানুষ।