কল্পনা ছাড়া পৃথিবী ভেঙে পড়বে

জাফর সাদেক

কোনও কল্পনার কাছে যেতে হলে
বাঁহাতের মুঠো’কে সামান্য কিছু মনে করলে
না পাবে জন্ম, না পাবে মৃত্যুর মতো ঘোর ঘোর ছন্দ
আর দুই হাতের মুঠো অল্প মনে করলে তো পাবে না কিছুই
পাবে না স্বর্গে মৃত্যুর মতো স্বপ্নময় সম্পদের খোঁজ

মানুষটা উদ্দেশহীন আলপথ
জানে, টমেটোর ঝোপের কুয়াশার মতো তার আয়ুষ্কাল
তার আছে কল্পনার মতো বহু মূল্যমান সম্পদ
এই সম্পদ ধরেই সে শীতের সন্ধ্যা হয়ে বৃষ্টির যাযাবর
শুরুটা যাই হোক শেষ হতে পারে দেবী আর্তেমিসের মোহনায়

এবার আসো কল্পনাকে একপাশে রেখে
নদী’কে যদি মনে না করি দর্শন শাস্ত্রের লেখক
সমুদ্র’কে মনে না করি ঢেউয়ে ঢেউয়ে বেচে কিশোরীর নূপুর

আর তোমার পৃথিবীর আল্পস যদি না নিই হাতের মুঠোয়
তাহলে তোমার কোনও অতীত নেই
তবে তো পৃথিবী ভেঙে পড়বে এবার তোমার বর্তমান রেখায়

কবি পরিচিতি: বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি জাফর সাদেক-এর জন্ম পদ্মাতীরে প্রায় দুইশত পঞ্চাশ বছরের পুরনো নয়নাভিরাম শহর পাকশীতে। ছেলেবেলা থেকেই কবিতার প্রতি তার তীব্র আকর্ষণ। কিন্তু কবি নিজেই তাঁর কাব্যময় জীবনকে দুটো পর্বে ভাগ করতে ইচ্ছুক। প্রথম পর্ব তার ছেলেবেলার কাঁচা হাতের খসড়া। সেসময়টা তিনি কবিতা লিখার চেয়ে কবিতাকে খুঁজে বেড়ানোয় বেশি মনোযোগী ছিলেন। কবি কবিতাকে পূর্ণরূপে পেয়েছিলেন ১৯৯৯ সালের কিছু পরে, এখান থেকেই দ্বিতীয় পর্ব শুরু। প্রকাশিত কবিতাগ্রন্থ আটটি: তাকে ছোঁয়া যেন ঈশ্বর ছুঁয়ে থাকা (২০০৬) হাজং যুবতীর চুরুট (ফেব্রুয়ারি-২০১৮) দম-যোগিনীর তাল (ফেব্রুয়ারি, ২০১৯) মন্ত্র নই তৃষার আঙুল (আগস্ট, ২০১৯) পুনশ্চ অদম্য অর্জুন (ফেব্রুয়ারি, ২০২০) ধুনজলে জেগেছি নোঙর (ডিসেম্বর, ২০২০) নগেন চোরের গ্রাম ( ফেব্রুয়ারি, ২০২১) একা এক দারুগাছ (জানুয়ারি, ২০২২)।