৭ই মার্চ

যদি অনন্যসাধারণ উজ্জ্বলতম একটি দিন
ইতিহাসের পাতা থেকে
আমাকে বেছে নিতে বল-
আমি নির্দ্বিধায় তুলে নেবো ‘৭ই মার্চ’ !
রণকৌশলে অদ্বিতীয়,
ছিদ্রহীন,
স্পষ্ট,
লক্ষ্যভেদী,
রক্তপাতহীন,
গণতান্ত্রিক,
এমন উদাত্ত আহ্বান সভ্যতায় বিরল !
‘ছয় দফা’র চেয়ে শ্রেষ্ঠ কোন দলিল
রচিত হয়েছে কি কোথাও ?
জাতিগত আত্মনিয়ন্ত্রণে জুড়ি মেলা ভার
আন্দোলনের এমন নিখুঁত ম্যাগনাকার্টা ?
দিনে দিনে এক দফায় রূপান্তরিত
অধিকার আদায়ে তারই শেষ উচ্চারণ- ‘৭ই মার্চ’ !
যদি ক্যানভাস হয় পৃথিবীর সারা আকাশ,
‘সাতই মার্চ’ তার শ্রেষ্ঠ চিত্রকর্ম,
বাতাস গেয়ে উঠেছিল সেদিন তার অমর সিম্ফনি,
যদি বাংলার আদিগন্ত মাঠ হয় কবিতার খাতা,
‘সাতই মার্চ’ লিখেছিল তার চিরায়ত কবিতাখানি…
বাঘের গর্জন আর মেঘের ডমরু মিলে সত্যিকার
যদি কোন কণ্ঠস্বর আমাকে শনাক্ত করতে বল,
আমি বেছে নেব ‘সাতই মার্চ’,
বাংলার এক রাখাল রাজার কণ্ঠ থেকে সেদিন
অগ্নিগিরির জ্বলন্ত লাভার মত ছড়িয়ে পড়েছিল যা সবখানে…
যদি কোথাও অন্যায়, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে
একটি অমোঘ অস্ত্র আমাকে ঘাড়ে তুলে নিতে বল-
আমি নিঃসঙ্কোচে তুলে নেব নিশানায় ভেদ্য ‘সাতই মার্চ’…
‘৭ই মার্চ’ এবং ‘স্বাধীনতা’ আজ একই মুদ্রার এ’পিঠ ও’পিঠ !

আহসান হাবিব

লেখক পরিচিতি: আহসান হাবিব। কথাসাহিত্যিক। প্রকাশিত উপন্যাস ৪টি- একাশ্রয়, অনিমেষ, হোমো স্যাপিয়েন্স এবং স্বমৈথুন। সংগীত কণ্ঠ নামের একটি বিজ্ঞান গ্রন্থ আছে। লাল কাঁকড়া এবং শাড়ি নামের ৩টি উপন্যাস প্রকাশিতব্য। পেশায় চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। নেশা সংগীত এবং সাহিত্য। জন্ম ১ জৈষ্ঠ্য, চাঁপাইনবাবগঞ্জ।