তুমিই বসন্তের সৌরভ

তৌফিক জহুর

সূর্য জ্বলে শীতল নিঃশ্বাসে
উত্তাপে হৃদয় পুড়ে যায়
গভীর রাতের মতো ওই দুটি চোখ
একদিন দেখেছি বসন্তের সবুজ উল্লাস
শরমের হাতছানি শাড়ির জমিনে
হৃদয় পেয়ে যায় জাফরান সিগনেচার
কড়াই গোস্ত রেস্টুরেন্টে জানালার পর্দা সরিয়ে
একটা হাত ধরে রোদে ভিজতে ভিজতে
মিল্কশেকের ঠাণ্ডা গ্লাসে ঠোঁট এঁকে দেয় লিপস্টিক
বিকেলের হাওয়ার স্পর্শে
ওড়ে সুন্দরীর কেশের অরণ্য
ডিওডোরেন্টের খুশবুতে আগুন জ্বলে সড়কে
বসন্তে একজোড়া ঠোঁটে আলতা পড়াই
যৌবন সাগরে বজরা নৌকার মতো শান্ত বটপাতা
জোয়ারে ঢেউয়ের মাথায় তেহাই দেয় অবিরাম

বসন্ত আসে কুয়াশার চাদর সরিয়ে নিভৃতে আলিঙ্গন
সবুজ ঘাসে ক্ষ্যাপা ষাঁড়ের বরফ ভাঙার গান।

কবি পরিচিতি: তৌফিক জহুর। জন্ম ১৫ ডিসেম্বর ১৯৭৩। নব্বই দশকের কবি। মোট গ্রন্থের সংখ্যা ০৭. কবিতা, প্রবন্ধ, ছোট গল্প লেখেন। ২৩ বছর ধরে উদ্যান লিটলম্যাগাজিন সম্পাদনা করছেন। অনলাইন টেলিভিশন উদ্যানে আন্তর্জাতিক কবিতা পাঠের সঞ্চালনা করছেন দু’বছর। পৃথিবীতে পঁয়ত্রিশটি দেশে ইতোমধ্যে অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আন্তর্জাতিক প্লাটফর্মে কয়েকটি দেশে বাংলা কবিতার এম্বাসেডর হিসেবে কাজ করছেন। পেশায় তিনি একজন সাংবাদিক।