তোমার ভালোবাসা

তরুন ইউসুফ

উড্ডুক বালিকা

তুমি উড়ে বেড়াও তোমার মত
আমি তোমার উড়ান দেখে
শিকলের দুঃখ ভুলি।

তুমি পা রাখো চাঁদে, তারায়
তুমি পা রাখো মহাশূন্যের শূন্যতায়
তুমি কৃষ্ণগহ্বর থেকে অন্ধকার ছেনে
বানিয়ে তোলো আলোর দেবতা,

আমার ভিতর এক মহাশূন্য অন্ধকার
আমার ভিতর কৃষ্ণগহ্বর।

তুমি পৃথিবীতে নামো
আমার বুকে পা রাখো, আলোতে তাকাও
আমি তোমার চোখের আলোয়
অন্ধকার ভুলি,

তুমি আকাশে তাকাও
তোমার উড়বার আকাশ
তুমি আমার দিকে তাকিয়ে
আকাশ হবার আহবান জানালে
আমার শিকল জীবন,
আকাশ হবার নিয়ম নেই ,

তুমি উড়তে থাকো উড্ডুক বালিকা
আমি কখনো আকাশ হতে পারব না
তবু তোমার আকাশ হবার ইচ্ছায়
একজীবন কেটে যাবে।

আচ্ছা যাই

এভাবে চলে যাওয়া ঠিক না
অন্তত বলে যাও, যাচ্ছি।

নাকি আরেকটু চেষ্টা করে দেখবে
সেলাই করা যায় যদি দূরত্ব
কতটা কাটলো বুক সময় কুঠারে
কতটা উজাড় হলো-প্রণয়
হিসেব করে দেখবে?
নাকি, চলে যাওয়া ঠিক
বেহিসাবে।

যেহেতু মনস্থির চলে যাওয়া, চলো
যেহেতু মলিন হলো রঙিন মখমল
আর কেন?

আচ্ছা যাও, শুধু বলে যাও যাই
আচ্ছা যাও, আমিও তো তাই
যাচ্ছি, যেতে যেতে ফিরে তাকাই
ফিরে তাকাই, ফিরব না!
আচ্ছা যাই…

তোমার মুখ

কুয়াশাজড়ানো দিনে
রোদ একটা আলাদা সুখের সংবাদ
তোমার মুখ দেখলে
তেমন একটা সূর্যানুভূতি হয়,
মনে হয় একটি নিখিল সূর্য
উত্তাপ ছড়ালো বুকের ভিতর
কিছু ছড়ানো আলো এসে নাড়া দিল সুরের তারে
বেজে উঠল বুকের এসরাজ,

তোমার মুখ একটা সূর্য, একটা আলো।

তোমার মুখ দেখলে মনে হয়
এক ঝাঁক পায়রা উড়ল সুখের
ডানা ঝাপটালো আকাশ
তোমার মুখ একটা সকাল
শিশির ভেজা ঘাসে ঝরে পরা শিউলি
দেখলে মনে হয় খুটে তুলে নেই

তোমার মুখ একঝাঁক সুখ, একটা সকাল।

পৃথিবীর উজ্জ্বল দুটি তারা

একটি যুগল সকাল কাটাবো
বেলাকরে ঘুম ভাঙবে, জেগে দেখব
ধূমায়িত চায়ের কাপ হাতে
তাকিয়ে আছ আমার মুখের দিকে
প্রতিটি চুমুকে অনুভব করছ আমাকে,
আমার অধোয়া অপ্রস্তুত মুখে-
হাত বোলাবে
মাথায় বিলি কেটে উস্কে দেবে
দুষ্ট বালকবেলার আস্কারা।
আমি আবারও চোখ বুজে
অনুভব করব অলস সকালের
প্রতিটি মূহুর্তের তোমাকে।

একটি যুগল দুপুর কাটাবো
কাজ করতে চাইবে
আঙুলে জড়াবো শাড়ির আঁচল
হয়ত শখ করে রাঁধছিলে
শখের সুস্বাদু ব্যঞ্জন,
পেছন থেকে জড়িয়ে ধরে
ব্যাঘাত ঘটাবো, নুন কম হবে
মৃদু ভর্ৎসনায় ভাত মাখিয়ে
খাইয়ে দেবে আমাকে
আমার থাকবে, না খাওয়ার বাহানা!

একটি যুগল বিকেল কাটাবো
তুমি চাইবে অভ্যাসের ভাতঘুম
আমি চাইব খুনসুটি-জেগে থাকা
তোমার চোখের পাপড়ি দেখতে দেখতে
মনে জাগবে ফুল
ঘুমের ব্যাঘাতে নেমে যাবে সন্ধ্যা

একটি যুগল রাত কাটাবো
সমস্ত বাসনা ডিঙিয়ে
আমারা উঠে যাবো নিষ্পাপ ছাদে
পাশাপাশি শুয়ে আকাশ দেখব
না ছুঁয়েও-এক আকাশ স্পর্শ
ঘিরে থাকবে আমাদের
ঘুম নামবে-তারারা তাকিয়ে দেখবে
পৃথিবীর দুটি উজ্জ্বল তারা
যাপনের সমস্ত চাওয়া পাওয়া মাড়িয়ে
কি দারুণ ভালবেসেছে।

কবি পরিচিতি: তরুন ইউসুফ ; জন্ম ২৬ মার্চ, ১৯৮৯। প্রকাশিত গ্রন্থঃ কাব্যগ্রন্থ : ট্রাফিক সিগন্যালে প্রজাপতি (২০২১), না গৃহী না সন্ন্যাসী (২০১৮)। রম্যগল্পগ্রন্থ : কান্না হাসি রম্য রাশি (২০১৯)। ছোটদের বই : রহস্যে ঘেরা রেইনফরেস্ট (২০২১)।