আমি বাংলাদেশের লোক

কুশল ভৌমিক

চেয়ে দেখো,পলাশ শিমুলের ডালে
ফুল হয়ে ঝুলে আছে-আমাদের বর্ণমালা।

মৌরঙা ফুল খোপায় গুজে গুজে বিষণ্ণ বাসন্তী
চেয়ে দেখো
গোটা জীবন তোমার দিকে তাকিয়ে তাকিয়ে
অভাবনীয় শব্দের আদরে ভরিয়ে দিচ্ছি
জীবনের সবকটি সাদা পৃষ্ঠা।

আরশিতে হেসে ওঠা আমাদের আনন্দ
বারোয়ারি জীবনের বিপন্ন বেদনা
মোহ মায়া প্রেম প্রাচুর্য
আমাদের জল্পনা কল্পনা
ভুল ভ্রান্তি প্রাপ্তি অপ্রাপ্তির দোদুল দোলনা
শানিত শপথ প্রাণিত প্রতিজ্ঞা
এক থেকে বহু হবার দৃপ্ত প্রেরণা
সব -সব সুগন্ধ বুকে নিয়ে
দেখো, ফুল হয়ে ফুটে আছে
আমাদের বর্ণমালা।

আমাদের প্রতিটি অক্ষর পাখি
প্রতিটি শব্দ বিমূর্ত ওঙ্কার
চর্যার সিঁড়ি ভেঙে আমদের বর্ণমালা পোঁছে যায়
তোমাদের উত্তরাধুনিক দরোজায়
শুক সারি ব্যাঙমা ব্যাঙমি
ঠোঁটে ঠোঁটে বলে দেয় আমাদের প্রত্নপরিচয়-

আমার ভাষা তোমার ভাষা
ভালোবাসা হোক
আমি ভাষার জন্য জীবন দেয়া
বাংলাদেশের লোক।

কবি পরিচিতি: জন্ম- ১ জানুয়ারি ১৯৮১ টাঙ্গাইল, বাংলাদেশ। পিতা- ডা: অসীম কুমার ভৌমিক মাতা- পূরবী ভৌমিক ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। প্রথম প্রকাশিত কবিতা সম্ভবত ‘নাড়ালেই সবকিছু নড়ে না’ ১৯৯৯ সালে জনকণ্ঠ পত্রিকায়। পেশা: সরকারি কলেজে ইংরেজি ভাষা ও সাহিত্য পড়ান। সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল। প্রকাশিত গ্রন্থ কবিতা: ১. উল্টোজলে কাটছি সাঁতার ২. মৃত্তিকায় ধরে রাখি সবটুকু জল ৩. দুঃখের কোনো মাতৃভূমি নেই ৪. বেদনার হায়ারোগ্লিফিক্স ৫. বুকের গভীরে আজও জেগে আছে মা ৬. শব্দের ওঙ্কার The Magical Echo of Sound (কবি তৌফিক জহুরের সাথে যৌথ) উপন্যাস: কুসুমপুর ও একটি খুনের গল্প পুরস্কার: বেহুলাবাংলা বেস্টসেলার বই সম্মাননা ২০১৯ টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার ২০২০ মাটির মা ক্লাব কবিতীর্থ সম্মাননা ২০২১ জলসিঁড়ি সম্মাননা ২০২১ থিয়েটার ও আবৃত্তির সঙ্গে যুক্ত।