চাঁদেরও ডাকনাম আছে

মাহফুজা অনন্যা

চাঁদেরও ডাকনাম আছে জানুক লোকে
যে নামে ডাকলে আমায় ডালে ডালে বরইফুল ফোটে,
টমেটো খেত লাল হয়ে যায়

এক. দুই. ছুমন্তর পড়ে দিলে ব্যস্ত হয় ম্যানশন
গল্পঘণ্টা বেজে উঠে শরীরে, সারাগ্রাম-দেশ
দিকেদিকে ছেঁয়ে যায় উলম্ব সংবাদ

আমার নাগাসাকি জ্বলে ওঠে,
হিরোশিমা কথা বলে
তোমার আন্তঃআণবিক স্পর্শে পুড়ে যায়
ভেতরের প্রকৃতি, সমস্ত ট্যুরিজম

পাহাড়ে-পাহাড়ে ওড়ে ফাগুন পতাকা
রঙিন ঘুড়িগুলো অতিক্রম করে স্ট্যাটোস্ফিয়ার

বায়ুমণ্ডল কিংবা পৃথিবীর কোনো স্টেশনে আজ কারো থামাথামি নেই

চুমু খেতে খেতে আমরা ফিরে আসি প্যাস্টেল বলয়ে
চিরদিন ফিরে আসি প্রথম চতুর্ভুজে…

কবি পরিচিতি: কবিতার সতন্ত্র স্বর কবি মাহফুজা অনন্যা। জন্ম ১৯৮২ সালের ২০ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলায়। কবিতা তাঁর প্রাত্যহিক জীবনের অনুধ্যান। উত্তরাধুনিক কাব্যভাষার এই কবির প্রথম কাব্যগ্রন্থ ‘সোনালি অসুখ’ (২০১৯)। স্বতন্ত্র স্বরের কারণেই তা নজর কাড়ে কাব্যমোদীদের। সচকিত দ্বিতীয় প্রকাশ ‘কামার্ত নগরের কামিজ’ (২০১৯) ব্যাপক সাড়া ফেলে বোদ্ধা পাঠকসমাজে। তৃতীয় কাব্যগ্রন্থ ‘এবং নাভির কান্না’ (২০২০) ব্যক্তিক তথা সমগ্র মানবজীবনের অন্তর্গত আনন্দ-বেদনার এক গভীর সংবেদন। চতুর্থ কবিতার বই “আশি দোররা চুম্বন” প্রকাশিত হয় ২০২১ বইমেলায় এবং ২০২২ বইমেলায় প্রকাশিত ৫ম কাব্যগ্রন্থ “ত্রিভুজ ফুল শনিবার ফোটে’ বলতে দ্বিধা নেই, মাহফুজা অনন্যার কবিতা মানেই অভিজ্ঞতার নতুন চ্যালেঞ্জ।