শূন্যরাত্রি স্বপ্নের খোঁজে চলো,
রূপচাঁদা সব সমুদ্রে দিই ঢেলে।
অবুঝ পাতার বালিকারা ছলোছলো,
চুপ হয়ে যাবো নিঃসীম কেউ এলে।
অনেক হয়েছে পাঁজর পুরানো পাখা,
অনেক হয়েছে ভোকাট ঘুড়ির মতো,
অনেক উদোম অনেক ছাতিম শাখা
জাগরিত রাত অনেক অসীম ক্ষত।
বিগড়ে যাওয়া আকাশের উদ্যানে
দোয়েল নদীতে শামুকখোলের ছায়া,
বেদনাবিহীন কেউ কী কিচ্ছু আনে?
চাঁদহারা মন কালো রশ্মির কায়া।
সৃষ্টিটাকেই উপাস্য মেনে বলি,
হৃদয় স্পর্শে আসোনি, আছে সন্দেহ?
কেন আমি রোজ রক্তবীজের বলি,
লুকাবো কোথায় যাতনার মন-দেহ?
কবি পরিচিতি: নাসরীন জাহান একজন লেখক, ঔপন্যাসিক, এবং সাহিত্য সম্পাদক। আশির দশকের শুরু থেকে তিনি লেখালেখি শুরু করেন। উড়ুক্কু উপন্যাসের মাধ্যমে তিনি খ্যাতি লাভ করেন। এই উপন্যাসের জন্য লাভ করেন ফিলিপ্স সাহিত্য পুরস্কার। এছাড়া বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য লাভ করেন বাংলা একাডেমি পুরস্কার।