তোমাকে না দেখলে প্রতিদিন এই শহর,
এই আকাশ থমকে যায়,
চায়ের টং দোকানগুলো
খোলে না আর
কফি হাউজের দরজাটা
বন্ধ থাকে সকাল সন্ধ্যায়।
তোমাকে না দেখলে এই শহর
বৃষ্টির জলে ভেসে যায়।
তোমাকে না দেখলে পানসে হয়ে যায়,
বন্ধুদের আড্ডা
বিকেলে খেলার মাঠ থাকে
ধূ ধূ প্রান্তর,
কবিতায় আসে যায় না,
কোন শব্দ
ফেইসবুক ও থাকে
নীরব নিথর।
তোমাকে না দেখলে
অনুভূতিহীন শূন্য লাগে সব
ভালোবাসা বিষাদে ভরপুর থাকে
শূন্যতা ঘিরে রাখে
আমার সমস্ত আকাশ জুড়ে ,
দল বেধে কষ্টের শব্দেরা
বুকের ভেতর করে…নামে মিছিলে,
তোমাকে না দেখলে
অস্থিরতা ক্রমশ বাড়তেই থাকে।
রুপান্তরিত হয় কেবল
সাদা কালো নীলে !!!
-নিলয় আহমেদ