সভ্যতা মরে গেছে, বহুদিন, ধ্বংসাবশেষে
ছুড়ি কাঁচি ভালোবাসা ইত্যাদি লুকিয়ে রেখেছ।
না কোনো নতুন ক্ষতি, না কোনো পুরোনো বোঝাপড়া,
যত দূর যাওয়া গেছে, সারা পথ ছাপ ছেড়ে গেছো।
হিসেবের বালিয়াড়ি, মানুষের থেকে বেশি ঘোলা,
কোথাও হিংসে হবে, কোথাও আপোষ করা জানে,
হয়তো বোঝনি তুমি কতটুকু ধারাবাহিকতা
বজায় রাখলে তবে লোকে তাকে ভালবাসা মানে।
তবুও অবাক করে পৃথিবীর সব উৎসবে,
একটা বিসর্জন প্রত্যেক বিজয়ার দাবী,
মানুষের জুড়ে থাকা, ইতিহাস থেকে লেখা ছিল,
দায়হীন ভালোবাসা সেখানেও অবশ্যম্ভাবী।
যুদ্ধ হয়নি মানে ক্ষয় ক্ষতি নজরে আসেনি,
যুদ্ধ হয়নি মানে সব কিছু ভালো আছে , তা না,
সব কিছু মিটে গেলে আমাদের ফিরে যেতে হবে,
তোমার সীমানা , দায় তোমারও উচিৎ ছিল জানা।
তোমাকে ছিটকে ফেলে চলে যেতে দুবারও ভাবিনি,
শেষ দুটো কথা শুধু অপরাধবোধ হয়ে বাঁচে,
“তাড়িয়ে দিও না প্লিজ, হতে পারে বোঝাতে পারিনি
সত্যি টা জানি তবু।
… ম্যাজিকেও বিশ্বাস আছে।
-খান সামিন রাহমান