নিভু নিভু আলোয়
শূন্য হয়ে থাকে ক্যাফেটেরিয়া,
পিয়ানোতে ধুুুলো জমছে..
এখানে অনেক দিন কেউ
শোনায়নি পোড়খাওয়া
জীবনের গান …..
শোনায়নি কেউ বব ডিলান
কিংবা একলা একা সুমন কবীর,
তাই বুঝি কান্না গুলো
এ রাতেও ভীষণ একা, ভীষণ গভীর ….
অবহেলায় পড়ে থাকে
আধ খাওয়া চায়ের গ্লাস…
মগজে জমেছে ঘুন,
রাতের শেষ সিগারেটে
এখন আর খেলা করেনা
শব্দের দল…
খালি পড়ে থাকে পান্ডুলিপি
শহর জুড়ে জ্বলছে শুধু
বিষন্নতার অনল …
দেয়াল জুড়ে ঝুলে থাকেন
চিরদুঃখি ভ্যান গগ
কিংবা টেবিল জুড়ে এলোমেলো
শক্তি, জীবনানন্দ, জয়,
মধ্য রাতে একলা ঘরে
স্মৃতির অবক্ষয় …
এ জীবন কি খুব বেশি কিছু চেয়েছিল
জীবনের কাছে,
খুব বেশি কিছু কি এঁকেছিল
ওই তারা ভরা আকাশের গায়ে…
খুব বেশি কিছু কি জমেছে অভিমান
পিয়ানোর কালো জুড়ে..
সব ছেড়ে পাড়ি জমায় শহর
বিষন্নতার অচিনপুরে…
হয়তো আর কখনো ফেরা হবে না
পরিচিত এই শহরে
তোমার বাড়ির চেনা পথ ধরে
একলা একা বিষন্নতায় …
-রিয়াদ রানা