অতঃপর আজ বৃষ্টি নামলো এই শুষ্ক নগরে
ভিজিয়ে দেবে বলে এই তনুমনে,
রাঙিয়ে দিবে ক্ষুদ্রাতিক্ষুদ্র পল্লব,
মন ভরে যাবে বৃষ্টিস্নাত ঘ্রাণে।
এবার তুমিও ফিরে এসো তবে,
বাম হাতে ধরি তোমার ডান অনামিকা,
নীল শাড়ি আর সবুজ কাচের চুড়ি
ভেজা ভেজা মনে হোক আবার দেখা।
কতদিন কতরাত অপেক্ষায় আছি একা
তোমায় নিয়ে ভিজবো ঘোর বর্ষায়,
অবাক বিস্ময় দেখবে দু জোড়া আঁখি
নিজেকে হারাতে চাই তোমার আঙিনায়!
এসো ফিরে প্রিয় দেখো শ্রাবণ চলে যায়,
কদমে সাজাও আবির মাখা খোঁপা
ভালোবাসায় বাঁধো কোরো না কার্পণ্য,
ভিজুক সিঁদুর ভিজুক আলতা রাঙা পা!
ভিজে যায় এই শুষ্ক নগর
এসো ভিজে যাক দুটি মন,
এই ধরিত্রীর সাথে চলো প্রিয়
হোক ভালোবাসায় অবগাহন!
আমিনা সুলতানা সানজানা