নারী তুমি হয়ে ওঠো
আধুনিক ফুলন দেবী।
এ রাষ্ট্র এ সমাজ
কখনোই তোমার সাথে সংঘটিত
জুলুমের বিচার করবে না।
তোমাকেই বিচারের ভার নিতে হবে।
ঘুমন্ত রাষ্ট্র, ঘুমন্ত সমাজের
ঘুম ভাঙ্গবে না কোনোদিন!
নারী তুমি হয়ে ওঠো
আধুনিক ফুলনদেবী।
কোনো বুলেটে ধর্ষকের বিচার নয়।
বিচার হবে কর্তনে কর্তনে।
প্রথমে হাত কেটে দাও,
যে পাপিষ্ঠ হাতের লোভাতুর থাবায়
তোমার নিষ্পাপ জীবন
হয়েছে তছনছ।
এরপর কেটে দাও দু’পা।
যে পায়ে তোমার দিকে অগ্রসর হয়ে
তোমার ইজ্জত নষ্ট করেছিল।
তারপর কেটে দাও পুরুষাঙ্গ ।
যে লিঙ্গ দিয়ে
তোমার স্বপ্নের
পোস্টমর্টেম করেছিল।
দাঁত ভেঙ্গে দাও।
যে দাঁতে ছিন্নভিন্ন করেছিল
তোমার শরীর।
লোহার মোটা দণ্ড পু্ড়িয়ে
বুকে উল্কি এঁকে লিখে দাও
“আমি ধর্ষক ” শব্দটি।
লাঞ্ছিত হয়ে ধুঁকে ধুঁকে
মরুক সে ধর্ষক।
একজন ধর্ষিতা
যেমন প্রতিনিয়ত মরে।
তবেই এ সমাজ থেকে
ধীরে ধীরে কিছুটা হলেও
নিপাত যাবে ধর্ষক।