দোসর আমার ঘর বেঁধেছে
অন্য গাঁয়ের অন্য পাড়ায়
ক্ষতি কী তায়!
এক ধরাতেই আছি মোরা,
এক আকাশের নীচে।
কান্না লুকাই যে বৃষ্টিতে
ভিজে সখা সে বৃষ্টিতেই,
ছুঁই যে আমি আমার ‘তারে’
বৃষ্টি ছোঁয়ার ছলে।
কম কী বলো! অনুভবে পাই তো তাকে!
দোসর আমার পর হয়েছে,
জানি বৈকি! ক্ষতি কী তায়!
আমার মতই আমি তারে বাসি ভাল,
আলতা পায়ে নুপূর পরি,
রেশমী চুড়ি দুহাত ভরি,
জ্যোৎস্না রাতে স্বপ্নে ভাসি,
শাড়ীর ভাঁজে আড়াল রাখি।
নিশীথ রাতে নির্জনেতে,
গাই আমি গান তাহার সুরে,
সখার দেয়া কষ্ট গুলো ,
যত্নে রাখি অন্তঃপুরে,
সাজাই বেদী কৃষ্ণচূড়ায়,
ভুলেই থাকি গোপন পূজায়!
দোসর আমার পর হয়েছে!
ক্ষতি কী তায়!