কিছু কিছু সময় মনের মাঝে থেকে যায় সারাজীবন।
কারো কারো থাকে কিছু ক্ষনের জন্য প্রত্যাশা আজীবন।
অনেক পাওয়ার মাঝে একটা ছোট্ট পাওয়ার মুহূর্তটা ,
মনে গেঁথে থাকে আমৃত্যু ।
সেই স্মৃতি নিয়ে ফিরে এ জীবন।।
কারো কারো জীবনে স্মৃতি নয় শুধু স্মৃতি টা বেঁচে থাকার অবলম্বন ।
কিছু ভাল লাগা কখনোই বিস্মৃতির অতলে তলিয়ে যায়না।
তাই বার বার বৃথা স্মৃতিরোমন্থন ।।
কিছু কথা সর্বক্ষন কানে বেজে যায় রিনিঝিনি ঝংকারে।
কিছু মানুষ বাঁচে এই স্মৃতি আর ক্ষণটুকুর ভাললাগা নিয়ে
অতীতটাকে আঁকড়ে ধরে
যা কখনোই মুছে যায়না
বেঁচে থাকে অনন্তকাল।।
প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব কষে জীবন চলে
জীবন চলে……………
কারো কারো জীবনে হয়না আর প্রিয় হাতটি ধরা।
হয়না কোনদিন কোন মায়ার বাঁধন
তবুও কথা থাকে,স্মৃতি থাকে আর থাকে না পাওয়া ক্ষন।।
-হালিমা রিমা
ছবি কৃতজ্ঞতা– অনিক রহমান