এখন আমার
তোমার জন্য শুধুই করুনা হয়।
ভাল থাকার জন্য
কত কিছুই তো করলে…
একে দিলে গরম চাদর
ওকে দিলে মায়ার আদর…
নিজে সুখী হতে পারলে কি?
এখন আমার
তোমার জন্য শুধুই করুনা হয়।
ভাল থাকার জন্য
অস্বীকার করলে
সবটুকু অস্তিত্ব আমার
তোমার শরীর জুড়ে,
একে দিলে কাঁকন বালা
ওকে দিলে সোনার থালা
নিজে সুখী হতে পারলে কি?
এখন আমার
তোমার জন্য শুধুই করুনা হয়।
করুনা হয় তোমার উদ্ধতপূর্ণ
আচরণ দেখে,
প্রতিনিয়ত নিজেকে সুখী করার
চেষ্টায় কত কি না করছো…
এর সাথে ঘর করে
ওর সাথে ভাঙ্গছো
এর ঠোঁটের চুমু মুছে
ওকে কাছে টানছো
তবুও দিন শেষে আদৌ
সুখী হতে পারলে কি?
এখন তোমাকে দেয়ার মত
করুনা ছাড়া আর কিছু নেই…
খুব তো চেয়েছিলে
যেন ভেঙ্গে চুড়ে চুরমার
হয়ে যাই, নিঃস্ব হয়ে যাই
দিনে দিনে,
অথচ সেই
তোমার জন্য কিনা
প্রশান্তি কিনেছিলাম
ভালোবাসার রাস্তা চিনে।।
এখন আমার
তোমার জন্য শুধুই করুনা হয়।
তবুও বলি ভাল থেকো …
আমি তোমার মত
স্বার্থপর হতে পারব না
তাই তোমার অমঙ্গল ও
চাইব না, তবে ভালোও বাসবো না,
আর আগের মতো।।
-রিয়াদ রানা