কি দারুন জ্বলছে আলো, জোনাকি রং চেনেনা
মায়াময় রাতের পরে, আধারে কেউ থাকেনা…
নিছক ওই মোমের কাছে, রেখেছি বয়স যত
কিছুটা পড়ছে গলে, পুরাতন সালের মতো…
চুমুদের দিব্যি এঁটে, অভিমান শার্ট হারালো
ভাঙা মন লালের ঠোঁটে, স্মৃতিরা ভীষণ কালো
বাইরে নদীর মতো, হাহাকার ভেতরে কেবল
যে আগুন যায়না দেখা, কিভাবে নেভাবে জল!
কাটেনি রাত তখনও, পিঠে তার ঠেকিয়ে ছুরি
প্রেমিকের আকাশ থেকে, তারা কে করলো চুরি।
জানিনা কোথায় কবে, মোলাকাত আবার হবে
শুনেছি অপেক্ষাদের, খোদা ও মুজরা দেবে
জানলায় ভোরের দিকে, জোনাকি আর ঝাঁকেনা
মায়াময় রাতের পরে, আঁধারে কেউ থাকেনা ।
-খান সামিন রাহমান