আপনি পেশেন্টের কি হন?
জ্বী আমি, আমি হাজবেন্ড ।
আপনি ফর্মালিটিজ শেষ করুন, আমরা আপনার স্ত্রী কে ইমারজেন্সী তে নিয়ে যাচ্ছি ।
আজ সন্ধ্যার দিকে ওর লেবার পেইন ওঠে,
তাড়াহুড়ো করে হাসপাতালে ভর্তি করা ।
একটু আর্লি মানে আট মাসের প্রথম সপ্তাহে হয়ে যাচ্ছে ।
জুনায়েদ খুব টেনশনে আছে! টাকা পয়সা নিয়ে না,ব্যাপারটা কিভাবে শেষ হবে তা নিয়ে ।
সিমিন কে লেবার রুমে নেয়া হয়েছে ।
ঘন্টা দুই পরে নার্স জানালো, ছেলে, ছেলে হয়েছে আপনার স্ত্রীর ।নরমাল ডেলিভারি, আপনারা ভাগ্যবান! সময়ের হিসেবে বেশ স্বাস্থ্যবান বাচ্চা!
আমি কি ভেতরে যেতে পারি! !
আপনাকে ডাকা হবে ।
ওর আর তর সইছিল না!
ডাক আসতেই ছুটে ভেতরে গেলো জুনায়েদ ।
সিমিন কে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে ।
হবারই কথা,আগেও দুবার এই পরিস্থিতি দেখেছে জুনায়েদ ।
ফুটফুটে বাচ্চা টা কোলে নিতে নিতে, আমরা কখন রিলিজ পাবো?
মা একটু রেস্ট নিক, বেবী তো ফিট মনে হচ্ছে ।
আজই যেতে পারবেন আশা করছি ।
তাই ভালো, এর মধ্যে সিমিন চোখ খুলে বলল,
প্লিজ ম্যাডাম, আমি এখন একটু ভালো বোধ করছি ।
বাসায় পৌঁছে রেস্ট নিতে চাই, হাসপাতাল আমার অসহ্য লাগে ।
আমি রিলিজ অর্ডার দিয়ে দিচ্ছি,
এবার সিমিন একটু ভয়ার্ত জিজ্ঞাসু চোখে জুনায়েদ এর দিকে তাকালো,সেখানে আশ্বাস আর নির্ভরতা দেখে আশ্বস্ত হলো ।।
বাচ্চা টা সিমিনের বুকের কাছে রেখে রিলিজ সংক্রান্ত বাকি কাজ গুলো সারতে জুনায়েদ চলেগেল ।
রাত দশটা নাগাদ বেরিয়ে গেল ওরা ।
টিভির সামনে বসে কুসুম গরম স্যুপে চুমুক দিচ্ছিল সিমিন, সকাল দশটা, হ্যালো, তুমি কাজটার কি করলে!
চিন্তা কোরোনা, রাতেই হয়ে গেছে ।
তিনশো ফিট রাস্তার পাশে ।
আমার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে! পাঁচ টা মাস যেন দুর্ধর্ষ কোনো সিনেমার গল্প! আর নিতে পারছিনা ।তোমার একটু বেশি আনন্দ আর অসতর্কতা আমার জীবনের একটা বছর নষ্ট করে দিলো ।
আরে কিচ্ছু হবেনা,একটু সেরে ওঠো সব পুষিয়ে দেবো! !
টিভির স্ক্রল লাইনে _এই মাত্র পাওয়া খবর,
তিনশো ফিট রাস্তার পাশ থেকে একটি নবজাতক শিশু উদ্ধার করেছে এক চা বিক্রেতা মহিলা , ধারণা করা হচ্ছে রাতে কেউ অনাকাঙ্খিত বাচ্চা ফেলে গেছে!
বেশ কিছু কুকুর বাচ্চাটা টানা টানি করছিল ।
কান্নার আওয়াজ শুনে চা বিক্রেতা বাচ্চাটা দেখতে পান ।
তার ভাষ্যমতে, ভগবান আমারে একডা মাইয়া দিছে ।
অহন একডা পোলা দিলো! !
শরীরে কয়েক যায়গায় ইঁদুরের কামড় আর কুকুরের দাঁতের দাগ সেই সাথে শরীরের প্রয়োজনীয় তাপমাত্রা হারানোয় NICU তে রাখা হয়েছে মৃত্যুঞ্জয় কে, এটা তার কুড়িয়ে পাওয়া মায়ের দেয়া নাম ।।
-লেনিন সাব্বির