সেদিনের যৌবন
সেদিন যৌবন ছিল অরন্যে হরিণ শাবক,
ছিল উতসুখ চড়ুই চাহুনি,
অন্তরে চাহিদা কত,
সাগর পাড়ি দেওয়ার বল!
আমি যৌবন চাই বৃহৎ
যে আকাশ বিস্তৃত তল।
তখন স্বপ্ন গুলি যেন ছোঁয়া যায়,
সম্মুখের পাহাড় টিলা সমতায়,
নূতনের মাঝে জাগে
আশার আলো,
সকল দুর্গম যুঝা
লাগে কত ভালো।
সেদিন শরীর ছিল
শ্বেত মার্বেল,
উৎসাহ জয়ের ছিল
আছে যত খেল।
সুন্দর অন্তরে ঐ
ভাগাভাগির সুর,
ছিল না অন্যায় সাধ
চিত্ত চঞ্চলতায় বিধুর।
-গিনি ইসলাম