বুক পকেটে
জমা থাক ভালোবাসা,
কবিতার খাতার ভাঁজে
জমা থাক কিছু
মন হারানোর গান ….
এ শহরের বেকার প্রেমিকেরা,
এখন আর, হাতে নিয়ে
ঘোরে না, লাল গোলাপ ….
যদিও মায়াবতীর জন্য , ভালোবাসা
রয়ে গেছে অম্লান….।
বেঞ্চি গুলো খালি
পড়ে থাকে, রোদ দুপুরে,
সেখানে এখন আর
ভীড় জমায় না,
ক্লান্ত শাহরিক
কাকেদের দল …
ঠুকরে ঠুকরে
স্বপ্ন খায় কারা,
এ বেলায় কারা
ভালোবাসা নিয়ে গেছে..
রেখে গেছে শুধু
ঘোর সবুজের ছল ….
– রিয়াদ রানা