হারিয়ে গেলে ভিড়ে বাবা আসবে চলে
কেউ বলতো এসে, বৃষ্টি নামার মতো
সেই থেকে যতবার ভেঙে গেছি সহজে
তিনি এসে দাঁড়িয়েছেন পাশে, আরো কাছে
তারপর একদিন চলে গেলে ছায়াপথ ধরে
কয়েক বছর খুঁজেছি, শান্ত অরণ্যর আল ধরে
গলিটা ঠিক ঠাক আছে , যার বাকে তিনি রোজ হারাতেন
জানি, তিনি গেছে, নাই, থাকে নাই তবুও চোখের দরজা খুলে রাখি
গলির বাক থেকে বহুদূর, শালের বন পেরিয়ে একাকী রাস্তা
এই বর্ষায় বেশ ভালো, মনে হয় তিনি দাঁড়িয়ে আছেন মেঘের আবডালে
মনে হয় তার বিষাদে ভেসে যাচ্ছে আসমান,আমারই মত