তোমার ললাটে কলঙ্ক টিপ এঁকে দিল কারা
তাহারা কি তোমাকে ভালবাসিয়া পাগলপারা!
জাত গেলো,কুল গেলো,
গেলো ছুঁয়ে অচ্ছ্যুত…
গঙ্গার এত জল কই?
ধুয়ে যত পাপ, করিবে পূন্য
হায়রে তবে কি তুমি ধন্য!
আহা মরণ ভাবিয়াছো বুঝি…
চোখে ধরিয়াছো অশ্রুজল!
কলঙ্কের এত ভয়!
সময়ের চাকা ঘুরিতেছে রঙ রসে
এতদিনের গর্ব তোমার যেতেছে মিশে।
কি বলছো?
ধুলো কিছু নয়… বাতাসের তোড়ে উড়িয়াছে শেষে।
মাটি তাও কিছু নয়… জলের মিশেলে হয় কাঁদা অবশেষে।
তবে কি কলঙ্কে তোমার এত ভয়?
আহা চাঁদ সুন্দর, আঁকে কলঙ্ক বিষাদ
তুমি গরবিনী… গাহিলে করুণ নিনাদ।
কে তব ভালবাসিয়া আঁকিয়াছে কলঙ্ক তিলক
তাহাকে কি বাসিয়াছো ভালো
করিয়াছো ক্ষমা, আঁধারের পালক তুলিয়া আনিয়াছো দিনের আলো!
বক্ষে তোমার কি এমন খনি
স্মৃতিপটে সব রাখিয়াছো ধরি,
দোহাই তোমার…. যাও ভুলে এবেলা, জন্মদিনের এমন গ্লানি!
-ফারহানা নীলা