হিজড়া

এ কেমন ধারা কোন অকালের কালে,
জন্মের পর ছেড়ে এলি হিজড়ার দলে!
আমিও ত নাড়ী ছেঁড়া ধন,
শুধু মোরে বিনে সব
শিশুরে সাজাস ওরে আপনজন?
জনমে কার হাত আছে,
কেমনে, কবে বল?
তবে মিথ্যা সংস্কারে
এ কিসের ছল!
ধর, যার হাত নাই, পা নাই,
নাই চক্ষু তাই,
তারে ত করে নাই ঘর ছাড়া,
করে নাই বিদায়।
গতকালে কিছু তারা
শিশু দিত বলি,
সে ছিল গুহার দিন
আসিবে না আর গেছে চলি।
তবে কেন এ যুগে
এতো জানার, এতো মানার জ্ঞানে,
দেখনা, দেখনা চেয়ে
আমা অল্প পানে?
আমরাও মানুষ জানো
আছে বুদ্ধি, দৃষ্টি ও বলে,
স্রষ্টারে বলিও না ভুল,
ফেলিও না তাহার সখের সৃষ্টিরে,
তোমাদের অবহেলা, অজ্ঞানের তলে।

-গিনি ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *