শুদ্ধকথন

১.

জানি ফুরিয়েছে প্রয়োজন!
তোমার সাজঘরে এখন চলছে
নতুন মুখের আয়োজন!

২.

তুমি এখন ডিভোর্সী নারী!
অধিকার আর নেই কিছুতে
তুমি এখন মাল, সরকারী!

৩.

লাশ হয়ে যাওয়ার আগ পর্যন্ত
আমি শুয়োরের খাদ্য ছিলাম,
তোমরা যাকে সাহিত্যের ভাষায়
বলো নষ্ট নারী!

৪.

তোমার স্মৃতির মতো ঝাপসা হয়েছে
বিগত দিনগুলোর ভুল
চাইনি পেতে ফিরে তোমাকে তাও
ফুটে থাকে স্মৃতিতে কিছু বেখেয়ালি ফুল!

৫.

তুমি তোমার মতো বুঝাতে পারোনি
তাই আমি আমার মতো বুঝে নিয়ে সরে গেলাম !
দেয়ালের টিকটিকিটা গুন গুন করে উঠলো,
” লাভ ডোন্ট লিভ হেয়ার এনিমোর ! ”

-লুনা লাবিব

কাব্যসংকলন “একমুঠো রোদ্দুর তোমার জানালায়” থেকে নেয়া। ( বইমেলা ২০২০)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *