বিদগ্ধতা

নিতান্ত কুশল সংবাদ নিতে আসা
এক ধীর গতির বায়ু,
বিদগ্ধ আস্তরণ সরিয়ে মিশে
যায় চেতনায়।
যেখানে হরেক কাঠ পুতুলের
বিচারসভা।
বদ্ধ বাক্সে মৌন অতীত,
যার অর্ধেকাংশ সম্ভাবনা
গ্যাসীয় পদার্থে মৃত্যুর।
এই হযবরল দিনে সুধায়,
“বিবাদ সংক্রমণ অপেক্ষা
মনুষ্যত্ব লেনদেন অপরিহার্য”।
একরত্তি ক্ষীণ দুর্গতি শাকান্ন
দেহে ঘিরে ধরে প্রবল।
কখনো মনে হয় অন্য আকাশে
হয়তো আমি সম কোনো
অবিচ্ছেদ্য দেজা ভু।
সকল অপরিপূর্ণতার প্রাপক
সে কবেই মাথা নুইয়ে পার করেছে
মৃত্যুর স্রোত, ধুলোয় মিশে আছে ঘাম,
আর জলবায়ুতে বিষাদী ভৈরবী।
এ লেখা পড়লে শুধু অতর্কিতে
জ্বলে ওঠে সদ্য প্রস্ফুটিত পত্র,
যেন ব্লেকের মেলানকলি।

ত্রিপর্ণা চৌধুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *