বরষার বরষণ (কবিতা)

অঝরে ঝরে শ্রাবণের ধারা,

প্রেমীর মন পাগল পারা,
হতে চায় গৃহহারা।
অঝরেই ঝরে শ্রাবণের ধারা,
পাহাড়ের বুকে আনে অশ্রু ধারা,
মানুষ হয় গৃহ ছাড়া।

এক-ই বরষা, প্রতি বরষা
আনে রোমান্স, আনে কান্না।
কারোর মনে আনে প্রেমের বোল
কারোর বুকে বাজায় বিদায়ের রোল।।

-ইসরাত জাহান সাথী

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *