বঙ্গবন্ধুকে নিয়ে তৌফিক জহুরের দুটি কবিতা

তিনি

সন্তর্পণে এগিয়ে যাই সেই মাঠে
যেখানে একদিন সাড়ে সাতকোটি জীবন
সকলেই দাঁড়িয়ে থাকে নতুন সূর্যের আশায়
নতুন একটা ভোরের খিড়কি খুলে দিলেন তিনি,
রঙতুলি দিয়ে আঁকা একটা জমিন দেখলো সবাই

তিনি আমাদের রঙধনু চেনালেন
স্বপ্নের ঘোমটা খুলে দিয়ে তিনি দেখালেন
একটা মুক্ত আকাশ যেখানে অলৌকিক তুলির পরশ

আমরা জলে- জঙ্গলে কাদায় ডুবে
তাঁর যাদুতে জেগে উঠি পরাধীনতার শেকল ছিঁড়ে

আমরা মুক্ত বাতাসে উড়িয়ে দেই আমাদের লাল-সবুজ
পদাতিক হয়ে লেফটরাইট করি
অভিবাদন জানাই তাঁকে
আমরা তাঁর শেখানো বুলি আওড়াই
” দাবায়া রাখতে পারবানা”……

তাঁর আঁকা মেঠো পথে আমরা ভবিষ্যতের স্বপ্ন বুনি।

নেতার হৃদয়

যে পথ আপনি নির্মাণ করেছেন
তার নাম ভালোবাসা
যে শব্দ আপনার হৃদয়ে বাসা বেঁধে থাকে
তার নাম মানুষ।

ছাপ্পান্ন হাজার বর্গমাইলে আপনার কদম
এই ভূগোল এই ইতিহাস
প্রতিটি বাঁকে বাঁকে আপনি দাঁড় করিয়ে রেখেছেন
আপনার কবিতার ডালি।

আপনার মায়াবী চোখ আর মুখের ভাষায়
আমরা মন্ত্রমুগ্ধের মতো নির্বাক হয়ে
শুধু চেয়ে থাকি প্রজন্ম থেকে প্রজন্ম।

আমরা জানি, আকাশের মানে আপনি
আমাদের কবিতা মানে আপনার শব্দের বাগান।

তৌফিক জহুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *