পুরুষপুঙ্গব


হায় পুরুষ এমনই নিকৃষ্ট নরকের কীট তুমি
যেন মাতৃগর্ভে তোমার জন্মই হয়নি
কলুষিত ক্ষমতার ছত্রছায়ায় থেকে তোমার নিজের তৈরি
রাষ্ট্রব্যবস্থা সংবিধান আর প্রচলিত আইনকে তুমি
অবজ্ঞাসূচক বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছো প্রতিনিয়ত
ন্যায়ানুগ অনুশাসন আর চিরায়ত বিশ্বাস ও সুপন্থাসমূহকে
তুমি পিপীলিকাজ্ঞানে করেছো পদপিষ্ট
অসভ্য অর্বাচীন বর্বর হৃদয়হীন প্রস্তরের মতো
প্রেম ভালোবাসাকে তুচ্ছতাচ্ছিল্য করে
কেবল তাকে ঠাট্টা মশকরা আর তামাশাই বানাওনি তুমি
রূপান্তরিত করেছো নিষ্ঠুর হন্তারক জিঘাংসায়
নির্লজ্জ বেশরম বেহায়ার মতো তুমি
জন্মদাত্রী মাতৃকুলকে চরম ধৃষ্টতা আর বরাহ বলাৎকারে
করেছো রক্তাক্ত অপমানিত আর ক্ষতবিক্ষত
তোমার অভিশপ্ত অশুচি দেহাংশ দিয়ে
তাদের অহং আর অন্তরাত্মাকে
চরম অপমানিত আর জীবন্মৃত করেছো তুমি
এমনই বেজন্মা তুমি
মনুষ্যকুলে তোমায় সৃজনের জন্য
স্বয়ং স্রষ্টাও আজ যারপরনাই বিব্রত
তোমাকে নিয়ে কিছু বলতেও যে ঘৃণায় গা ঘিন ঘিন করে
হাঁ পুরুষপুঙ্গব
হয় তুমি চরম ধিকৃত ধর্ষক
অথবা অথর্ব নির্বিকার -নিস্পৃহ দর্শক

-মাহফুজ আল-হোসেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *