গরিবের বিদ্বেষ

যুগ যুগ ধরে আমারি মতো ডাকিলেন কতজন

ক্ষুধার জ্বালা মেটাতে পাশে আসেনি মহাজন

কতো অঝরে ফেলেছে জল দ্বীনদের দু-চোখ

তবুও কখনো পায়নি তিনি একটুখানি শোক

আরাকান বা ফিলিস্তিনি নতুবা আফ্রিকান

শত শত বছর ডাকছে তাঁরা আসেনি মেহেরবান

এখনো কি আসে?না আসেনা এখনো আসেনি কভু

অদৃশ্য ঐ মানুষের বানানো প্রভু

আজো কেঁদে ফেরে দু’হাত তুলে আস্তানা দরবারে

কোনসে দোষে দোষী হয়ে এরা মরে যায় অনাহারে

কিসের সাজা ভোগ করে চলে এই প্রভুর দুনিয়াতে?

যারা ডাকতে ডাকতে কণ্ঠ পুড়েছে শব্দের কষাঘাতে

মগজে আনেনি কখনো যারা আল্লা নবী ছাড়া

আর কেউ আছে তাদেরি মতো জাগাতে ভুবন পাড়া

আল্লাহ নবীর জিকির করে কাটিয়েছে চিরকাল

তবু কেনো হায় এই গরিবের দুঃখভরা শুধু ভাল

আমোদে কতো ধন্যাঢ্য হীনের শ্বাস রাখে যে চেপে

মরে হীন হাসে ক্ষমতা দেখে থেকে থেকে উঠি কেঁপে

শক্তি যেখানে সচল

ধর্ম সেখানে অচল

কতো সে নবী আসিলো ঘুচাতে দারিদ্র অন্ধকার

আজো গরিবেরা তেমনি আছে হয়নি চমৎকার

নবীর বংশে নবী হয়েছে রাজার ছেলেরা রাজা

আমরা ঠিকই আগের মতন আছি হেয় হীন প্রজা

লোভ ভয় দিয়ে অবোধ কুলে বিধাতা করে বাস

মরার পরে বেহেশত পাবো দিয়েছে এ আশ্বাস

একপেশে খোদার ভজনা করে লাভ নাই হীন

বোকা ধর্ম গরিবের সু-বিশ্বাসে চিরদিন

দেয় ধোকা গরিবের সাথে আল্লা আছে কেউ কি দেখেছো ভাই?

যদি জানো ইতিহাস দিয়ে একটু জানাবে কি তাই?

গরিবের বিদ্বেষ মিথ্যা করো জ্ঞান মাঝে থাকা প্রভু?

ভুলেও যেনো তোমারে মালিক মিথ্যা বলিনা কভু।

গুলজার হোসেন গরিব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *