এ কেমন বর্ষা

তুমি বললে এখন নাকি বর্ষাকাল;
আমিও চাই আসুক ভীষণ ঘনকাল।
নামুক বৃষ্টি ভিজুক মন।
ভেসে যাক সব জরা জীর্ণতা,
শুদ্ধি হোক মুছে যাক
সব হীনতা ।।
অথচ কদম গাছে ফোটেনি ফুল
বাতাসে নেই কোন বকুলের সৌরভ
বাড়ির উঠোনে ঝরে পড়েনি
কোনো হিজল
চাঁপার পাপড়িতেও মলিনতা ।
ফসলি জমি খটখটে শুষ্ক
নদীতে ঢেউ নেই।
শনশন হাওয়া বইছে না
হৃদয়ে নেই কোনো তোলপাড়,
এ জলকদম তৃষ্ণার্ত করে
প্রেমিক হৃদয়।
চারিদিকে যেন শুধু
প্রেতাত্মার আনাগোনা
শকুনেরা সব করছে বিচরণ।
এ কেমন বর্ষা বল?
শুধুই বিষাদ রোদন
যেন বাজে সুর
শূন্যতার হাহাকার।।

হালিমা রিমা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *