একুশের শব্দমালা

সামস আহমেদ

আকাশ আজ গায়ে জড়িয়েছে রক্তলাল আব্রু
তার বুক চিরে বুঝি বয় ব্যথার ফল্গুধারা
কর্কশ কণ্ঠে ডেকে ডেকে উড়ে যায় বিহঙ্গ
কৃষ্ণচূড়া তাকে দেয় না আশ্রয় আজ
এমনি ধুসর, বেদনাবিধুর দিন ফিরে এসেছে আবার
আমরা কি বিস্মৃত হয়েছি সেদিনের সেই রক্তজবার বিলাপ?
আমরা কি অসংলগ্ন, নগ্ন উল্লাসে পথভ্রষ্ট?
নিয়ম পালনের ধরাচূড়ায় নিবিষ্ট আপাত সন্তুষ্ট প্রাণীকুল
রুধিরের ইতিহাস বুঝি কেঁদে যায় সঙ্গোপনে
যার আগমন প্রত্যাশী ব্যাকুল হৃদয় পথ চায়
নিশি জেগে নিদ্রালু চোখে সাজায় পুষ্পের সম্ভার
সে কি আসবে ফিরে হতাশার শিঞ্জনে মন কাঁদাতে?
কে যেন বলে যায়, অর্বাচীনে সুর বাঁধে অবেলায়
আমার মায়ের দুঃখিনী বর্ণমালা কেঁদে আকুল হয়
কোন আহ্লাদে আমায় ডাকো, সে যেন কানে কানে কয়
নীরব বধির মিছিল এগিয়ে যায় রাজপথ ধরে
কখনো উচ্চারিত হয় অবধারিত কিছু শব্দমালা
আর কিছু প্রহর কাটে আলোকিত তমসায়
আরেকটি দিন যোগ হয় ইতিহাসের রোজনামচায়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *