রেশমে মিহি জরি, চিবুকে আঁকা তিল
দু’কানে দুলে বোনা আলকুশি।
বসেছ তীরে একা। সহসা এলোঝড়ে-
আঁচলে দোলা দিয়ে পাল খুশি?
খুশিতে মাতোয়ারা, জোয়ারে ভাসা দেহে
পারো তো ঢেলে দিও বিষ প্রবল,
ব্যথারা নীলাভ, আর কথারা জড়, শুধু-
এ বুকে উষ্ণতা নিষ্প্রভ…
অথচ শীত লেগে, পাতারা খসে খসে
পড়েছে সুপ্রাচীন চৌকাঠে-
সে পথে রাঙা পায়ে, তুমি যে হেঁটে গেছ
পেয়েছে কিছু কিছু নৌকা টের!
করেছে কানাঘুষো, সুখেরা উদ্বায়ী,
মাঝিকে দেখে তাও ভাববে রাত-
তুমিও থেকে যাবে, যেভাবে থেকে যায়
পাণ্ডুলিপি জুড়ে কাব্যেরা…
–খান সামিন রাহমান