১.
তোর জন্য বাড়তে থাকে শ্বাস কষ্ট,
মিথ্যে,
রাগ,
দূরত্ব,
যত্ন করে ভুলে যেতে ইচ্ছে করে খুব,
চল দুজনে ঘোরের মধ্যে দিই ডুব!
২.
কবিতায় তোমার সব কিছুই ভালো লাগে
তোমার মন খারাপও!
মন ভালো করার ব্যর্থ চেষ্টা ডুব সাঁতারে
অথচ, মন ভালো তে তুমি,
তোমার থাকো না।
৩.
চল দুজন কাঠ হয়ে যাই ,
শাল,সেগুন কাঠের খণ্ড
যার ভাষা কেউ বোঝে না
কেউ বোঝেনি কখনও।
অথবা অন্ধকারের হাওয়া
যেখানে কেউ দ্যাখেনা প্রেমের আসা যাওয়া!
৪.
আমার বসত বাড়ি হঠাৎ করেই তোমার অধিকার
ফেরার সময় মুখোমুখি ,
জীবন বাজি কার?
সন্তানাদি , ঘর সংসার মনের ভেতর অস্থিরতা
আমি কেমন আছি তোমার ভেতর?
মস্তিষ্ক অচল প্রায় তোমার প্রস্থানের অজুহাতে
জীবন চর্চা করতে হবে আর কত দিন ?
অন্য সময় অন্য কারো জীবন
তোমার জন্য আমি দায়ী, অবহেলাই আপন?
হওয়ার মাঝে এই যে তুমি গন্ধরাজের মায়া
আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা আর ছায়া!
৫.
অমরত্ব নয় মৃত্যুই আশা করছি,
আমাকে শুদ্ধ করো
তোমার কাছে এসে নত হয়ে আছে চির উন্নত মম আত্মা। একবার শুদ্ধ করে অবমুক্ত করো এই কলুষিত আত্মা।
আমি তোমার ভিতর আমৃত্যু যাপনের স্বপ্ন দেখি!
তোমার আকাশে ডুবে যাচ্ছে মায়া
আমার ভেতরে খুবলে খাচ্ছে
মুগ্ধতা!
তোমার জন্য অতল জেনেও
খুঁজে বেড়াই নীলকান্ত
তবু প্রস্থানে চোখ লাল হতে নেই!
৬.
অপেক্ষায় আছি তোমার অলিন্দ গাছের নিচে বসে
কবেকার কোন অনধিকার চর্চায়_
নিশ্চুপ শরিয়ত এর অপেক্ষায়
অথচ তুমি _
নিজেরে মৃত-ফুল ভেবে ভেবে উৎসব কর?
-কামরুন কেয়া