বাউল আবদুর রহমান। বাউলসম্রাট শাহ আবদুল করিমের একলব্য শিষ্য। জীবনের প্রায় ৩২ বছর কাটিয়েছেন শাহ আবদুল করিমের সান্নিধ্যে। হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে জন্মগ্রহণকারী আবদুর রহমান রচনা করেছেন চারশোরও অধিক গান। তাঁর রচিত অগ্রন্থিত গান, গানের বিশ্লেষণ, জীবন, সাক্ষাৎকার, করিম প্রসঙ্গ- এসব নিয়েই ‘আবদুর রহমান: জীবন ও গান’ বইটি লিখেছেন লেখক ও ব্যাংক কর্মকতা পার্থ তালুকদার। এটি তাঁর চতুর্থ বই। তিনি নিয়মিতভাবে বিভিন্ন পত্রপত্রিকা ও সাময়িকীতে লোকসংস্কৃতি বিষয়ক প্রবন্ধ লিখছেন।
বইটির প্রকাশক স্বনামধন্য উৎস প্রকাশন।
মহান একুশে বইমেলার উৎস প্রকাশনের ৩২নং প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে।