বইমেলার পেন্সিল পাবলিকেশন্সে পাওয়া যাচ্ছে ফারহানা নীলার ‘জলের আয়নায় অচেনা কেউ’

কাব্যগ্রন্থ : জলের আয়নায় অচেনা কেউ
লেখক : ফারহানা নীলা

জীবনের সমান্তরালে হেঁটে চলা জীবনকে শব্দের আঁচড়ে আঁকতে চেয়েছেন ফারহানা নীলা। প্রেম,অপ্রেম, সুখ,দুঃখ, আরো আরো আরোপিত ব্যথার দহনে খুঁজে ফেরেন জীবনের নিগূঢ় রহস্য।রোদচশমার আড়ালে জলের ছলাৎ চোখ গড়িয়ে বয়ে যায়। কখনো হাসি কান্নার মাখামাখি দিনগুলোতে শব্দের ডালি সাজা। অনন্তর এক হাহাকারে খুঁজে ফেরেন। কি নেই? কি নেই প্রশ্নবোধক চিহ্ন তিলক সেঁটে দেন জীবনের কপাল জুড়ে। কপোলের কালো তিলে জড়ো হয় সবটুকু জল। জলের আয়নায় অচেনা কাউকে দেখে চমকে ওঠেন কোনো এক গভীর উপলব্ধির সন্ধিক্ষণে।

লেখক পরিচিতি :
ফারহানা নীলা, পেশায় চিকিৎসক। বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

পাবনার আলো বাতাসের কাছে আজন্ম ঋণ যার। পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও এডওয়ার্ড কলেজের পাঠ চুকিয়ে ঢাকা মেডিকেল কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করেন। বিএসএমএমইউ থেকে রক্ত পরি সঞ্চালনে এমডি পাশ করেন। নিরন্তর এক হাহাকার নিয়ে শব্দের আঁচড়ে তিনি জীবন কে আকেঁন, হেঁটে চলেন জীবনের সমান্তরাল পথে। কি নেই হাহাকারে খুঁজে ফিরেন জীবনের রঙ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *