প্রিয়তমা
তুমি কি বলতে পারো ?
কতোটা ভালোবাসা দিলে
তুমি শুধু আমার হবে ?
ঠিক কতোটা ভালবাসা দিলেই
কেবল সবকিছু তুচ্ছ করে
আমার বুকে ঝাঁপিয়ে পড়বে ?
কতোটা ভালোবাসা দিলেই
কেবল তুমি রাত দিন
আমার ভাবনায় মেতে থাকবে ?
যখন তোমাকে ভেবে ভেবে ,
আমি খুব ক্লান্ত হয়ে যাই,
যখন কষ্টের দাবানালে
হৃদয় বাড়ী পুড়তেই থাকে
যখন নিশ্চুপ মনে
তোমাকে শুধু ভাবতেই থাকি,
তখন খুব ইচ্ছে হয়
তোমার বুকে মাথা রাখি
শুভ্র মনের কাগজে
ভালোবাসার অক্ষরে লেখাগুলো
তোমাকে পড়ে শোনাই,
ইচ্ছে করে খুব…
তোমার অধর স্পর্শ করে,
একটু আদরে নামি।
তারপর …
স্বপ্নের দেশে তোমার হাত ধরে
হেঁটে যাই কতক্ষন।
কোন উদাসী দুপুরে
আমার বুকে তুমি ঘুমাবে
ঘুমন্ত তোমাকে
মায়াবী পরীর মতো লাগবে
আমি চেয়ে থাকবো নির্বাক।
বাতাসে এলোমেলো চুলগুলো
কপাল থেকে সরিয়ে দেয়ার বাহানায়,
আলতো করে চুমু খাবো,
এমন করে হাজারো স্বপ্ন
প্রতিদিন আমাকে আনমনে করে রাখে ।
প্রিয়তমা তুমি জানবে না …!
তুমিহীনা কতোটা ক্ষত এই বুকে,
বুঝবে না কখনো,
কতোটা ভালোবাসি তোমাকে।
-নিলয় আহমেদ