দ্রোহে যাই ফিরে

উন্মাদনা হাজারো লোকারণ্যে
বিবর্ণতার ছোবলে উত্তাল আওয়াজ
বর্ণহীন কালাকালে মুখ থুবড়ে পড়ে যাই
গা বাঁচানো চিত্তের বায়োস্কোপ দেখে
কবির কলম প্রেমের কবিতা খুঁজছিল
প্রতিবাদী মনোভাবের বিপরীতে দাঁড়িয়ে
ঘৃণ্য বোধের রোদনে চাপা পড়ল প্রেম
নিত্য নিত্য নির্যাতনের আর্তনাদে।
জানি হবে না মূলোৎপাটন অত্যাচারীর
তবুও ফিরে যাই দ্রোহে
কলমের আঁচড়ে যদি হয় বোধদয় একজনেরও।
কিছু মানব প্রত্যুদ্গমন সাহসে দেখছি নিয়েছে দানবরূপ মননে পুষে মহাব্যাধি
নানা আশকারায় নবপ্রাণ পেয়ে সুস্থ স্ট্যাটিস্টিক বদলেছে এই ভূখণ্ডের।
অহংবোধী আগাছা কেটে সুমনুষ্য ফসলের চাষ হবে এবার
অগ্নিতপ্ত ধরণীর বুকে মহাদানবদের কুচক্রে বিপন্ন হয় দানব নিধন
ব্যাভিচারে রঞ্জিত ধরিত্রীর মাতৃগর্ভ ভ্রুণ নির্ণয় করে পুত্র সন্তানটির ভ্রণ হত্যা করতে বাধ্য হবে।
যদি এতে প্রজন্ম থমকে যায় তারপরেও দিব্যদৃষ্টি বলে কুলাঙ্গার সন্তান জন্ম দেয়ার ভয়ে ভ্রণ হত্যা পাপ উপেক্ষা করে
অনাগত সন্তান হত্যায় করবে না দ্বিধা মাতৃজঠর।
অযথাই ভাবছি বিদীর্ণ মনে বিষণ্ন অন্ত্যমিলে
এরকম অবস্থা দেখতে হবে না হয়তো কন্যা সন্তানের বাসযোগ্য একটা পৃথিবীর জন্য,
হেফাজত করবে পুরুষ তার শিশ্ন দানবক্ষুধা ত্যাগ করে।

-কানিজ সাপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *