ছাদের কার্নিশে রোজকার বসে থাকা চড়ুই পাখি
দেখিনিতো আমি আজ
জানালার শার্শিতে কারো ছায়া মিলিয়ে যেতে
দেখিনি তো আমি আজ।
ভোরের আলোয় সেই চেনা মায়াবী মুখ
দেখিনিতো আমি আজ।
রোজ ভোরে ঘুম ভাঙ্গিয়ে দেয়া সেই চির-চেনা কোকিলের ডাক
শুনিনি তো আমি আজ,
উদাসী দুপুরের জানালায় রোজ, দাঁড়িয়ে থাকা তুমি
দেখিনি তো আমি আজ,
গোধূলি লগ্নে নদীর ধারে, রোজ বসে থাকা প্রিয় মুখ
দেখিনি তো আমি আজ।
রোজকার সেই চির চেনা অবয়ব
আমার আজ দৃষ্টির আড়ালে
জানি না কত শত ভুলে
তুমি ও আজ হারালে !!!
বৃষ্টি এসে জানালায় আজ নুপূর বাজায়
ঘরের ভেতর চলে বিরহের গান
কবিতা জানে না আজ
তার সাথে আমার কত অভিমান।
আমি আজ কবিতা লিখতে চাইনি
আমি কবিতা লিখলেই যে কবিতায়
চলে আসো তুমি।
– নিলয় আহমেদ