জাতিস্মর

আমিই, সেই ভুল সময়ে সব সময়ের মত!

আমিই, যে অপেক্ষায় রাখে তোমায় প্রতিবার
আমিই, প্রতিবার লজ্জিত দংশিত হই
আর প্রতি মুহূর্তে তুমি হেসে ফেল।

সুন্দরই আমাকে ভয় পাইয়ে দেয়
আমার আঙ্গুলে খেলতে থাকা
তোমার আঙুল গুলো সরে গেলেই
আমি সবচেয়ে বেশি কষ্ট পাই।

কখনো ,কোথাও ,কোনদিন
তোমাকে আবার দেখি
এবং আবার তোমার প্রেমে পড়ে যাই

তোমাকে দেখলেই মনে হয় তুমি
আবার বহুদূরে চলে যাচ্ছ_
আমার ভেতরে সবকিছু ভীষণভাবে
ভেঙেচুরে যায়!

কখনো, কোথাও,কোন একদিন
যদি আমরা আবার আলাদা হয়ে যাই
কি হবে বলতো?
আবার যদি আমার তোমাকে ভুলে যেতে হয়?
আমি ভয় পেয়ে যাই_
যদিও আমার হাত তোমার হতেই আছে।

আমি আবার তাকিয়ে থাকি তোমার দিকে
প্রথমবারের মতোন_
যেন এই শেষ , যেন আর আগামীদিন
তোমাকে দেখতে পাবোনা।

ভালোবাসা আমাকে এতটাই অধৈর্য করেছে
যেন তুমিই আমার অন্তিম মুহূর্ত,
তুমিই হাজার বছরের পর শান্তির ঘুম।
আমি তোমাকে শেষ পর্যন্ত এভাবেই দেখতে চাই।

পৃথিবীতে সন্নিপাত বলে কিছু আছে
আমি বিশ্বাস করি না।
মনে হয় সবকিছু আগেই ঠিক করা হয়েছে।

কখনো,কোথাও,কোন একদিন
তুমি বেচেঁ থাকবে আমার ভেতর
যদিওবা আমাকে ফিরে যেতে হয় শুরুতে
আবার প্রথম থেকে শুরু করতে হয়।
আমি সেই জায়গায় দাড়িয়ে থাকবো আবার।।
এখন মন ভরে তোমাকে দেখতে দাও।
যাতে আমার মনে থাকে,
যাতে আর ভুলে না যাই,
যাতে আর দেরি না হয়।

-কামরুন কেয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *