তোরা কথায়, কথায় বলিস ,
জাগতে হবে, জাগতে হবে।
তোরা কি জেগেই ঘুমাস তবে?
তোরা চিৎকার ছাড়িস
সমাজ ঠিক করতে হবে, করতে হবে,
করে কে বল কোথা কবে!
তোরা গরম হলে তোলপাড়,
লড়তে হবে, লড়তে হবে,
স্বার্থ ভরে লড়বি কি দিয়ে,
জীবন যাবার ভয় যবে।
-গিনি ইসলাম
তোরা কথায়, কথায় বলিস ,
জাগতে হবে, জাগতে হবে।
তোরা কি জেগেই ঘুমাস তবে?
তোরা চিৎকার ছাড়িস
সমাজ ঠিক করতে হবে, করতে হবে,
করে কে বল কোথা কবে!
তোরা গরম হলে তোলপাড়,
লড়তে হবে, লড়তে হবে,
স্বার্থ ভরে লড়বি কি দিয়ে,
জীবন যাবার ভয় যবে।
-গিনি ইসলাম