খবরে আছে এ কালে হবে ভারি বর্ষণ,
গ্যানেন্দ্র মশাই কেনেন বড় ছাতা।
আর নয় বৃষ্টিতে ভেজা,
হবে না কেরানী জীবনের কষ্ট।
বেজায় ধারা নামে,
খিচুরিতে উদর পুরে সুখ নিদ্রায় ডুব।
প্রাতে নাস্তা সেরে দুয়ার খুলে দাঁড়ান,
জোরে ছাতা খানি খুলেন,
বৃষ্টি থেকে রক্ষা। কিন্তু একি নাউ
উঠানে হাকে ডাকে।
কাজে যেতে হলে, যেতে হবে দলে,
ঐ নৌকার পাটাতনে।
এখন শহরে এমনই হয়,
ছাতায় গাঁ বাঁচে, পথে পথে জলাবদ্ধতা হয়।
এটা ত ছিল না মনে,
কেরানীর সমস্যা কমে কেমনে।
-গিনি ইসলাম