কবিদের কলম হয়ে সময় কথা বলে। সমাজ, দেশ, রাষ্ট্র কথা বলে। কথা বলে মানুষ, আপামর মানুষ। গুলজার হোসেন গরিব কবি’র কবিতায় ব্যক্তিগত আহ্লাদ, শোক, সুখস্মৃতির বাহিরে প্রশস্তিগীত নিয়ে হাজির হয় প্রান্তিক মানুষের কথা। মানবিক চাহিদার ব্যবচ্ছেদ ঘটে শব্দের ঝনঝনানিতে। বিভেদ বৈষম্যের বিপরীতমুখী স্রোত হয়ে বয়ে যাওয়া এক অনন্য সুন্দর কবিতাবলি ফুটেওঠে উনার কলমে। ‘গরীবের বিদ্বেষ’, ‘কুহকে মোহিত’র পর ঝিনাইদহ ২১শে বই মেলা ২০২০ এ প্রকাশিত হয়েছে তাঁর তৃতীয় কাব্যগ্রন্থ ‘ল্যাম্পপোস্টই আলো।’ যুগেরপর যুগ ধরে দাড়িয়ে থাকা ল্যাম্পপোস্ট। তারহীন, বিদুৎহীন। আলো নেই, শুধুই ল্যাম্পপোস্ট। এ-এক বিরাট সান্ত্বনার নাম।
বইটি প্রকাশ করেছে ঝিনাইদহের বেগবতী প্রকাশনী এবং প্রচ্ছদ করেছেন জোয়ারদার মাহমুদ। বইটির মূদ্রিত মূল্য ১৫০ টাকা।