এবারের বাংলা একাডেমি বইমেলায় প্রকাশিত হয়েছে সালমা সিদ্দিকার থ্রিলার উপন্যাস ‘ভ্রান্তিকাল’

“ডাইনী, ওই ডাইনী”
পেছন থেকে আচমকা ডাক শুনে ঘুরে তাকালাম, এক বন্ধু ডাকছে। বললো, “ডাইনী ডাক শুনে পৃথিবীতে একমাত্র একজন খুশি হবে, সেটা হচ্ছিস তুই!”

সত্যি তাই। “ডাইনী” গল্পটার প্রতি পাঠকের আশাতীত ভালোবাসা স্বাভাবিক ভাবেই লেখক হিসেবে দায়িত্ব বাড়িয়ে দিয়েছিলো। ভাবছিলাম পরের লেখাটা আর ফ্যান্টাসি ধরণের করবো না। অন্য কিছু লিখবো।

লিখে ফেললাম “ভ্রান্তিকাল” । এই গল্পটা আসলে তিনজন মানুষের গল্প। ভালোবাসার মোড়কে কুৎসিত অবসেশনের গল্প, প্রতিশোধের গল্প। ভালোবাসার নামে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করার স্পৃহা কতদূর নিয়ে যেতে পারে একজনকে, সেটা হয়তো আমরা ধারণাও করতে পারি না।

যথেষ্ট আগ্রহ নিয়ে গল্পটা লিখেছি। চরিত্রগুলোকে চোখের সামনে কল্পনা করেছি। আমি নিশ্চিত পড়ার সময় পাঠক সেভাবেই গল্পটা ধারণ করতে পারবে। পড়তে শুরু করে গল্পের শেষটা যেন পাঠক আন্দাজ করতে না পারে, সে চেষ্টা সবসময় করি।

আমার বিশ্বাস “ভ্রান্তিকাল” বেশ পরিনত লেখা। যদিও “ডাইনী” আর “ভ্রান্তিকাল” দুইটা আলাদা ধরণের গল্প, আমার মনে হয় যারা “ডাইনী” কে ভালোবেসেছিলেন, “ভ্রান্তিকাল” কেও পছন্দ করবেন।

থ্রিলার উপন্যাস “ভ্রান্তিকাল”
তাম্রলিপি প্রকাশনী
প্যাভেলিয়ন ১৭
মুদ্রিত মূল্য-২৭০ টাকা
এছাড়া রকমারিতেও পাওয়া যাচ্ছে
যারা বইমেলায় যেতে পারছেন না, তারা সহজেই রকমারি থেকে নিতে পারেন।

লেখিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *