বল্টু আর তিতলি নামে এক সানবার্ড দম্পতি আমাদের ব্যালক্যানির ভাঙ্গা টবে বাসা বেঁধেছে। এটা চমকিত হবার মতো কোন ঘটনা না, এরকম হর-হামেশাই হয়ে থাকে। বল্টু যখন বলল – হাউ আর ইউ স্যার, আপনার শরীর ভাল? আমি আপাদামস্তক চমকে উঠি! কি আশ্চর্য পাখি আমার সাথে কথা বলছে!
*দ্যা সান বার্ড উপন্যাসে প্রাসঙ্গিকভাবে মানুষ, ধর্ম, রাজনীতি, বৈশ্বিক উষ্ণ, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, জলবায়ু পরিবর্তন, ইতিহাস, সাম্প্রদায়িকতা, বিশ্বব্যাপি বর্ণবৈষম্যের সংকটসহ মানুষে মানুষে চিরন্তন ভালোবাসার এক অনুপম চিত্র প্রতিভাত হয়েছে।
উপন্যাস: দ্যা সান বার্ড
পাঞ্জেরী পাবলিকেশন
প্যাভিলিয়ন-১৯